চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৯ হাজার ৮৩৫ শিক্ষার্থী। মোট পরীক্ষা দিয়েছিলেন ৪২ হাজার ১৯০ জন। মোট অকৃতকার্যের হার ৭১ শতাংশ।
আজ মঙ্গলবার (২৩ মে) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ফলাফল প্রকাশ করা হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন ‘বি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক এবং কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হক। তিনি জানান, আজ দুপুরে ফলাফল প্রকাশ করেছি। ৪২ হাজার ১৯০টি ওএমআর শিট প্রসেস করেছি। পরীক্ষায় পাসের হার ২৯ দশমিক ২৮ শতাংশ। মোট পাস করেছেন ১২ হাজার ৩৫৫ জন। পরীক্ষায় ১২০ নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ১০২ দশমিক ২৫।
চবির ‘বি’ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। এসএসসি-এইচএসসিতে জিপিএর ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হবে।
এসটি/এসকে
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: