বেগম জিয়ার সুস্থতা কামনায় ইবি ছাত্রদলের দোয়া

ইবি প্রতিনিধি | ১৩ মে ২০২১, ২২:৩৫

ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মহামারি করোনায় আক্রান্ত বিশ্ববাসীর জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। বুধবার (১২ মে) ঝিনাইদহের শৈলকূপার শেখপাড়ায় এ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনটির সভাপতি ওমর ফারুক, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের খান, দপ্তর সম্পাদক ও আহ্বায়ক পদ প্রত্যাশী শাহেদ আহমেদ, সদস্য সচিব পদ প্রত্যাশী আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।

এছাড়াও সংগঠটির আহ্বায়ক প্রার্থী মাসুদ রুমী মিথুন, পদ প্রত্যাশী আবু দাউদ, কর্মী মাহবুব, উল্লাস, আহসান, হাবিব, সাব্বির হোসেন, রোকন্নুজ্জামান অর্কো, রোকন উদ্দিন, রাকিব হাসান স্বাক্ষরসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ওমর ফারুক বলেন, ‘বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মহামারি করোনায় আক্রান্ত বিশ্ববাসীর জন্য এই দোয়ার আয়োজন করেছি। এ সময় তিনি বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানান।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর