রাজশাহী বিশ্ববিদ্যালয়

অগ্নিকাণ্ড-হামলার সঙ্গে বিশেষ গোষ্ঠী জড়িত: ভিসি

সময় ট্রিবিউন ডেস্ক: | ১৩ মার্চ ২০২৩, ২৩:৩৩

সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ড ও হামলার সঙ্গে বহিরাগত বিশেষ গোষ্ঠী জড়িত বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

সোমবার (১৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলোচনা সভায় এ মন্তব্য করেন ভিসি।

উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে। মঙ্গলবার শিক্ষার্থী প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসা হবে। তিন সদস্য কমিটি পুনর্গঠন করে পাঁচ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সাতদিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (১২ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে নগরীর মতিহার থানায় মামলাটি করেন।

এদিকে রোববার রাতে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে মতিহার থানা পুলিশ। এতে ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর