চুয়েটে 'গ্রিন ফর পিস' এর কুইজ প্রতিযোগিতা

তাসনিয়া মাসিয়াত | ১১ মে ২০২১, ২১:২৫

'গ্রিন ফর পিস'

৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ের কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস।

উক্ত আয়োজনে তাদের সহযোগী হিসেবে আছে চুয়েট ক্যারিয়ার ক্লাব, মিডিয়া পার্টনার চুয়েটনিউজ২৪.কম এবং টাইটেল স্পন্সর k DOT CO ।

কুইজ প্রতিযোগিতাটি আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে। কুইজের বিষয়- "প্রাকৃতিক পরিবেশ ও সাম্প্রতিক বাংলাদেশ"। প্রতিযোগিতায় যেকোনো পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ইতিমধ্যে প্রতিযোগিতার অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে kahoot অ্যাপের মাধ্যমে। এ বিষয়ে আরো বিস্তারিত ইভেন্টের ফেইসবুক লিংকঃ- https://fb.me/e/28olmt8fa এ জানা যাবে।

প্রতিযোগিতার বিষয়ে সংগঠনটির সভাপতি রজত কান্তি সূত্রধর জানান, "এই করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা ঘরে বসে সময় অতিবাহিত করছে। তাদের কথা চিন্তা করেই মূলত এই উদ্যোগ। আমাদের সংগঠনের সকল সদস্য এই প্রোগ্রাম নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং তারা যথেষ্ট আগ্রহী।"

অনুষ্ঠান আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে আছেন চুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অংকুর দাস অভি এবং পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আয়েস ইবনে আয়ূব।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর