হালুয়াঘাটে প্রথম দিনে অনুপস্থিত ৪২ জন

হালুয়াঘাট প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৮

সংগৃহীত

দীর্ঘ তিন বছর পর শুরু হওয়া মাধ্যমিক সার্টিফিকেট  পরীক্ষায় সীমান্তবর্তী হালুয়াঘাটে  ৩১০৭ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে  পরীক্ষায় অংশ নিয়েছে ৩০৬৫ জন।  এর মধ্যে ৪২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন কেন্দ্র পরদির্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর সীমান্তবর্তী হালুয়াঘাট  উপজেলায় মোট ৬টি ভেন্যতেু এবং  ১০টি কেন্দ্রে মাধ্যমিক সার্টিফিকেট  পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।   উপজেলার  হালুয়াঘাট সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়, ধারা উচ্চ বিদ্যালয় , ধারা ডিগ্রী কলেজ, শাকুয়াই স্কুল এন্ড কলেজ, হালুয়াঘাট মিশন উচ্চ বিদ্যালয়, সেন্ট মেরীজ বালিকা উচ্চ বিদ্যালয়, হালুয়াঘাট ডিএস আলীম মাদ্রাসা, কুতিকুড়া কুরুয়াপাড়া উচ্চ বিদ্যালয় ও শাকুয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  মোট ৩০৬৫ জন পরীক্ষার্থী  মাধ্যমিক সার্টিফিকেট   পরীক্ষায় অংশ নেন।

এ ব্যাপারে  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হেসেন বলেন, করোনা মহামারির  তিন বছর পর এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে পরিক্ষার্থীদেরকে ত্রিশ মিনিট পুর্বে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়েছে। নকল মুক্তও শান্তিপূর্ণ্য পরিবেশে প্রথম দিনের পরিক্ষা সম্পন্ন করা হয়েছে। শান্তিপূর্ণ্য পরিবেশে এসএসসি পরিক্ষা সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর