রমজান মাসে অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন 'বগুড়া ছাত্রকল্যাণ সমিতি, বেরোবি'।
রোববার বগুড়া সদরের ফকিরপাড়া বউবাজারের বুজরুক বাড়িয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ইসলামপুরের বাইতুন নাজাত দারুল উলুম হাফেজিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ইফতার বিতরন করা হয় সংগঠনের পক্ষ থেকে।
এসময় জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: ফজলে রাব্বী, শারমিন সুলতানা শিমু,ছাব্বীর, সানন্দ, আরমান, শুভ, দিগন্তসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই রমজানে আমরা নিজেদের জমানো টাকার একটি অংশ অসহায়দের জন্য ব্যয় করার উদ্যোগ নেই। এর অংশ হিসেবে তাদের মধ্যে ইফতার বিতরণ করেছি। অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাদ্যপণ্য তুলে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।
এসময় সংগঠনের সদস্য শারমিন সুলতানা শিমু করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
আপনার মূল্যবান মতামত দিন: