চুয়েট, কুয়েট ও রুয়েটে সকল আবেদনকারী পাবে পরীক্ষার সুযোগ

সময় ট্রিবিউন | ১০ মে ২০২১, ০৭:১৬

ফাইল ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট)- সমন্বিত ভর্তি পরীক্ষার সকল আবেদনকারীই পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন। তবে আবেদনের সময়সীমা আর বাড়ানো হচ্ছে না।

রোববার তিন প্রকৌশল সমন্বিত ভর্তি পরীক্ষার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সমন্বিত ভর্তি পরীক্ষার সদস্য সচিব এবং চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মইনুল ইসলাম।

এর আগে গত ২৪ এপ্রিল থেকে অনলাইনে আবেদন শুরু হয়। আবেদন শেষ হয় গত ৮ মে বিকাল ৫টা পর্যন্ত।

করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকলে দেশের এই তিন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা একযোগে আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে।

এদিকে ভর্তি পরীক্ষার সকল তথ্য (https://www.admissionckruet.ac.bd) এই ওয়েবসাইট থেকে জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর