সবার জন্য উন্মুক্ত হচ্ছে ঢাবির মাস্টার্স

আফিফ আইমান | ১ সেপ্টেম্বর ২০২২, ০২:৪৯

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মাস্টার্স কোর্সে ভর্তির সুযোগ পাবেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আখতারুজ্জামান সভায় সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শর্ত সাপেক্ষে নিয়মিত মাস্টার্সকে সবার জন্য উন্মুক্ত করার সুপারিশ করে ডিনস কমিটি।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল গণমাধ্যমকে এ তথ্য জানান।

মাকসুদ কামাল বলেন, আগে আমাদের শিক্ষার্থীরাই মাস্টার্সে ভর্তি হতো। এখন থেকে মাস্টার্সে আসন সংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা বিদেশি শিক্ষার্থীও ভর্তি হতে পারবে।

তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন শেষ করে মাস্টার্সে সরাসরি ভর্তি হয়। তবে তাদের মধ্যে কেউ ভর্তি না হলে ফাঁকা হওয়া সিট পূরণ করতে বিজ্ঞাপন দেয়া হবে। আবেদনকারীদের ভর্তি পরীক্ষা নিয়ে ফাঁকা আসনে তাদের ভর্তি করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর