প্রাইভেট না পড়ায় ফেল করান হলিক্রসের গণিত শিক্ষক: ছাত্রীর আত্মহত্যা

আফিফ আইমান | ২৬ আগষ্ট ২০২২, ২২:০৮

সংগৃহীত

শ্রেনী শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় রাজধানীর তেজগাঁও এলাকার হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে উচ্চতর গনিত বিষয়ে ফেল করানোয় অভিমানে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

পরীক্ষায় অকৃতকার্য, অপরাধ কোচিং না করা। অপমানে আত্মহত্যা করে হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। সারা দেশে শিক্ষকদের মানসিক ও শারীরিক নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা। এ স্থায়ী সমাধান চান শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মঙ্গলবার (২৩ আগস্ট) রাজধানীর হলিক্রস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী পারপিতা ফাইহা আত্মহত্যা করেন।

সহপাঠী ও স্বজনদের অভিযোগ, স্কুলের উচ্চতর গণিতের শিক্ষক শোভন রোজারিওর কাছে প্রাইভেট না পড়ায় ফাইহাকে ফেল করিয়ে দেয়া হয়। অপমান সইতে না পেরেই আত্মহননের পথ বেছে নেন ফাইহা।

সংশ্লিষ্ট শিক্ষকের কাছে প্রাইভেট না পড়লে নম্বর কম দেয়ার পাশাপাশি শ্রেণিকক্ষে মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। বাধ্য হয়েই শ্রেণিশিক্ষকের কাছে প্রাইভেট বা কোচিং করাচ্ছেন তারা।

শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদান ও গ্রহণে আরও মনযোগী হওয়ার তাগিদ দেন শিক্ষামন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর