শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, সপ্তাহে দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। মঙ্গলবার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হবে; সে পাঁচ দিনই আমাদের পরিকল্পনা রয়েছে, সে পরিকল্পনা অনুযায়ী আমরা ক্লাস করাব। এ কারণে আমরা মনে করি না যে, শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং অন্যান্য যে কর্মজীবী সপ্তাহে দুদিন ছুটি পান তাদের মতো আমাদের শিক্ষকরাও ছুটি পাবেন। কারণ শিক্ষকরাও অন্যদের তুলনায় বছরে ৫১ দিন বেশি কাজ করেন।
তিনি বলেন, শিক্ষকরা যদি সপ্তাহে দুদিন ছুটি পান, সে ক্ষেত্রে তারা নিজের একটু কাজ করতে পারবেন। এ ছাড়া একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরও উদ্যমী হয়ে বেশি এনার্জি নিয়ে কাজ করবেন।
আপনার মূল্যবান মতামত দিন: