বাংলাদেশ সরকারের এটুআই প্রকল্পের অধীনে পরিচালিত ডিজিটাল শিক্ষাদানপদ্ধতির অন্যতম প্ল্যাটফর্ম ‘শিক্ষক বাতায়ন’। এই প্ল্যাটফর্মে এবার পাক্ষিক ‘সেরা অনলাইন কন্টেন্ট নির্মাতা’ হিসেবে নির্বাচিত হয়েছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক মোঃ আরিফুল ইসলাম।
এটুআই কর্তৃক পরিচালিত পোর্টালের আগস্ট ২০২২ এর ১ম পাক্ষিকের ‘সেরা অনলাইন কন্টেন্ট নির্মাতা’ ক্যাটাগরিতে তিনি নির্বাচিত হয়েছেন।
সেরা ‘সেরা অনলাইন কন্টেন্ট নির্মাতা’ হিসেবে নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত শিক্ষক মোঃ আরিফুল ইসলাম জানান, বাতায়নে তিনি সক্রিয়ভাবে অনেক দিন যাবত কাজ করে আসছেন। তিনি বলেন, বাতায়নে আমি ১০৭টি কনটেন্ট, ১২৬টি ভিডিও কনটেন্ট, ৩০০টি ছবি, ১২৬টি ব্লগ ও ৪৫০টি অনলাইন ক্লাস আপলোড করেছি।
তিনি বলেন, আমাকে নির্বাচিত করায় এটুআই কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আজকের এই অর্জন আমার চাকুরি জীবনের এক অনন্য প্রাপ্তি। আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ আইটি ফোরামের সকল শিক্ষকবৃন্দের প্রতি। যাঁদের সান্নিধ্যে থাকার কারণে এবং উৎসাহ উদ্দীপনায় আমি স্বপ্ন দেখতে পেরেছি এবং সফল ও হয়েছি। আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয়জনদের প্রতি। যাদের উৎসাহ-অনুপ্রেরণা না পেলে আমি স্বাচ্ছন্দে কাজ করতে পারতাম না। এছাড়াও বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাই জনাব মোহাম্মদ কবীর হোসেন (সহযোগী অধ্যাপক টিচার্স ট্রেনিং কলেজ ঢাকা ও সংযুক্ত কর্মকর্তা এটুআই) ও অভিজিৎ সাহা স্যার (প্রোগ্রাম এসিস্টেন্ট, এটুআই, আইসিটি ডিভিশন)।
আপনার মূল্যবান মতামত দিন: