হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান পদে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. জামাল উদ্দীন।
১৮ জুলাই,২০২২ তারিখে হাবিপ্রবি'র অফিস আদেশে বলা হয় মার্কেটিং বিভাগে চেয়ারম্যান পদে অধিষ্ঠিত মো. আবুল কালাম,সহযোগি অধ্যাপক, পিএইচডি প্রোগ্রামের জন্য বিদেশ গমন করায় আইনের ২৫ ধারায় বিধৃত বিধিমূলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রমে অধ্যাপক ড.জামাল উদ্দীন কে ৩(তিন) বছর মেয়াদে মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।
মার্কেটিং বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড.জামাল উদ্দীন বলেন, " মার্কেটিং ডিপার্টমেন্টকে যাতে করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য দায়িত্বের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করে যাবো। সময়মতো ক্লাস শুরু এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেন সকল কোর্সের ক্লাস শেষ করা যায় তার জন্য শিক্ষক,শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি। "
উল্লেখ্য যে, অধ্যাপক ড. জামাল উদ্দীন পূর্বেও (২০১১ ও ২০১৬ সালে ) মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই নিয়ে তৃতীয় বারের মতো মার্কেটিং বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন।
আপনার মূল্যবান মতামত দিন: