অসীম আকাশ নীচে আমি
জনজীবন আড়ালে
কল্পনার স্রোত আমার বহমান।
নিথর,নিস্তব্ধ মস্তিষ্কে-
তুমি যেথায় ধ্যান সাধনার কেন্দ্রে।
আমি আরো গভীরতর ধ্যানমগ্ন
তোমার ওষ্ঠ প্রান্তের উর্ধ্বমুখি কিঞ্চিৎ সে বাক
অপ্রত্যাশিত তোমার মায়াজাল,তোমার বন্ধন
শিল্পীর শ্রেষ্ঠ চিত্রপট অধিক
আমায় ভাবায়,
আমায় ভাবায়,আমায় নিদ্রাহীন করে রাখে অহর্নিশ
তোমার দৃষ্টিনন্দন সে চাহনি,
দিগন্তের ছোট পাখির মত চিবুকের তিল
সীমাহীন তোমার প্রতি মোহ
আমায় ভাবায়
আমায় ভাসায়,কূলহীন নদীর তরীতে।
লেখক : শিক্ষার্থী, বাংলা বিভাগ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: