রাবি থেকে দুই মর্টার শেল ও রকেট লাঞ্চার উদ্ধার

সময় ট্রিবিউন | ১ মে ২০২১, ০১:৫৮

শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের আরও দুটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।-ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৭১ সালের আরও দুটি মর্টার শেল ও একটি রকেট লাঞ্চার উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৭ এপ্রিল) একই এলাকা থেকে একটি মর্টার শেল উদ্ধার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমি এলাকায় একটি পুকুরের খনন করা মাটি তুলতে গিয়ে মর্টার শেলটি দেখতে প্রায় শ্রমিকরা। পরে তারা পাশে পাহারারত পুলিশ সদস্যদের খবরটি জানালে পুলিশের মাধ্যমে র‌্যাব-৫-এর একটি দল এসে মর্টার শেলটি উদ্ধার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর