পঞ্চাশ দিনের সর্বনিম্ন তেলের বাজার

সময় ট্রিবিউন | ২৩ নভেম্বর ২০২১, ১৬:৩৫

ছবিঃ সংগৃহীত

অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখিতা অব্যাহত রয়েছে। সর্বশেষ গতকাল পণ্যটির দাম কমে সাত সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। খবর রয়টার্স এর।

তবে দাম কমলেও চাপের মধ্যে রয়েছে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার। বাজারবিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের অনুরোধকে আমলে নিয়ে রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে জাপান। এর মধ্যেই ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে দুর্বল চাহিদার বিপরীতে অতিরিক্ত সরবরাহের আশঙ্কা করছেন তারা।

গতকাল নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম দশমিক ৩ শতাংশ বা ২৬ সেন্ট কমে ৭৮ ডলার ৬৩ সেন্টে এসে স্থির হয়। অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দশমিক ২ শতাংশ বা ১২ সেন্ট কমে ৭৫ ডলার ৮২ সেন্টে নেমে আসে। দিনের শুরুতে এ বাজার আদর্শের দাম ১ অক্টোবরের পর সর্বনিম্নে পৌঁছে। এর আগে গত শুক্রবার এটির দাম প্রায় ৩ শতাংশ কমেছিল।

এদিকে গত রোববার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা রাষ্ট্রীয় মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহ চালু করার ইঙ্গিত দেন। তিনি জানান, জ্বালানি তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণে প্রস্তুত জাপান। বাইডেন প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে আপত্কালীন মজুদ থেকে জ্বালানি তেল সরবরাহের কথা ভাবছে দেশটির সরকার।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর