ইভ্যালির কাছে ৩১১ কোটি টাকা পাবে গ্রাহকেরা  

সময় ট্রিবিউন | ২৭ আগষ্ট ২০২১, ০৬:০৬

ইভ্যালির লোগো-ফাইল ছবি

অনলাইনে পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ইভ্যালির কাছে এখনও প্রায় ৩১১ কোটি টাকা পাবে গ্রাহকেরা। মালামাল অর্ডার করার পর টাকা পরিশোধ করলেও ইভ্যালি পণ্য সরবরাহ করতে পারেনি।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির জমা দেওয়া প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

ইভ্যালির সর্বশেষ জমা দেওয়া প্রতিবেদন অনুযায়ী, এর মোট দায় বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক তদন্তে পাওয়া পরিমাণের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

প্রতিষ্ঠানটির মন্ত্রণালয়ে জমা দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত গ্রাহক ও ব্যবসায়ীদের কাছে ইভ্যালির মোট দায় ছিল ৫৪৩ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংক মার্চের মাঝামাঝি পর্যন্ত ইভ্যালির মোট ৪০৪ কোটি টাকা দায় পেয়েছিল। এর মধ্যে গ্রাহকদের কাছে দায় ছিল ২১৪ কোটি টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর