সক্ষমতার চমক দেখিয়ে পঞ্চাশে বাংলাদেশ

সময় ট্রিবিউন | ১৮ মার্চ ২০২১, ০৮:১৯

ছবিঃ সংগৃহীত

১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর একাধিক গণতান্ত্রিক সরকার ও স্বৈরশাসক দেশ পরিচালনার দায়িত্বে আসলেও আর্থিক খাতে পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর দেশের অর্থনীতি উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বিজয়ের ৫০ বছরে অর্থ ও বাণিজ্যের বিভিন্ন সূচকে বাংলাদেশের অর্জন বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে। দারিদ্র্য দূরীকরণ, অর্থনৈতিক মুক্তি, রিজার্ভ, প্রবৃদ্ধি ও মাথাপিছু আয়ে উন্নত দেশগুলোকেও টেক্কা দিচ্ছে বাংলাদেশ।

হেনরি কিসিঞ্জারের সেই ‘বটমলেস বাসকেট’-এর দেশ স্বাধীনতার ৫০ বছরে এসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফেব্রুয়ারি পর্যন্ত ৪৪ বিলিয়ন ডলার (৪ হাজার ৪০০ কোটি ডলার) ছাড়িয়েছে। ১৯৭১ সালে ১২৯ ডলার মাথাপিছু আয়ে শুরু করা বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ২ হাজার ৬৪ ডলার।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর