এবার ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান

সময় ট্রিবিউন | ৫ ডিসেম্বর ২০২৩, ২১:৪৯

ফাইল ছবি

২০২২-২৩ করবছরের জন্য ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য ক্যাটাগরিতে ১৪১টি ট্যাক্স কার্ড দেয়ার লক্ষ্যে করদাতার নাম প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক গেজেটে এই নাম প্রকাশ করা হয়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) এনবিআর সূত্রে এ তথ্য জানা যায়।

সাংবাদিক ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন, ইমপ্রেস টেলিফিল্মের (চ্যানেল আই) ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা, দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ এবং মোহাম্মদ আবদুল মালেক।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এবার ট্যাক্স কার্ড পাচ্ছে মিডিয়াস্টার লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড, সময় মিডিয়া লিমিটেড ও টাইমস মিডিয়া লিমিটেড।

অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছেন মাহফুজ আহমেদ, ফরিদা আক্তার ববিতা, ও মো. সিয়াম হোসেন।

শিল্প (গায়ক/গায়িকা) ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পাচ্ছে তাহসান রহমান খান, এস ডি রুবেল, ও মমতাজ বেগম। এছাড়া সিটি কর্পোরেশন ও জেলা পর্যায়ে ২০২২-২৩ অর্থবছরে ৫২৫ জন সেরা করদাতার নামও ঘোষণা করেছে এনবিআর।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর