অত্যাধুনিক প্রযুক্তি আর ডিজাইনের কারণে বরাবরই আলোচনায় থাকে বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান টেসলা। একের পর এক রেকর্ড গড়াই যেন টেসলার নিত্যদিনের কাজ। এবারও তার ব্যতিক্রম হয়নি। এক বছরে রেকর্ড সংখ্যক প্রায় ১৩ লাখ গাড়ি বিক্রি করে নতুন রেকর্ড গড়ল টেসলা।
সারাবিশ্বের আর্থিক অনটনকে পেছনে ফেলে ২০২২ সালে ১৩ লাখ গাড়ি বিক্রি করেছে বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের এই প্রতিষ্ঠান। যা গত বছরের তুলনায় প্রায় ৪০ শতাংশ বেশি।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে টেসলা এক বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সালে টেসলা প্রায় ১৩ লাখ ৭০ হাজারটি গাড়ি তৈরি করেছে যার মধ্যে বিক্রি হয়েছে ১৩ লাখ ১০ হাজারটি গাড়ি। টেসলা আরও জানায়, ২০২২ সালে বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে বেশির ভাগই "সিডান থ্রী" ও মডেল "Y"।
আপনার মূল্যবান মতামত দিন: