ইকবাল পাগল নয়, বিচক্ষণ ব্যক্তি : সিআইডি

সময় ট্রিবিউন | ২ নভেম্বর ২০২১, ০৫:০৯

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন ভবঘুরে কিংবা পাগল নয়। সে সুস্থ মস্তিষ্কের বিচক্ষণ ব্যক্তি। ইকবালকে অত্যন্ত বিচক্ষণ দাবি করে রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি সিআইডির। 

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন শরিফ রেখেছিল ইকবাল হোসেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অনেকেই তাকে ভবঘুরে কিংবা পাগল আখ্যা দিয়েছিল। পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছিল সে মানসিকভাবে অসুস্থ।

কুমিল্লার বিশেষ পুলিশ সুপার (সিআইডি) খান মুহাম্মদ রেজোয়ান জানান, ইকবাল ঘটনার পরে পালিয়ে গেছে কক্সবাজারে। একজন পাগলের পক্ষে ট্রেনে উঠে চট্টগ্রাম, সেখান থেকে কক্সবাজার যাওয়া সম্ভব নয়।

এদিকে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন রিমান্ডে নতুন নতুন তথ্য দিচ্ছেন। এতে রহস্য উদঘাটন ও ইন্ধনদাতাদের শনাক্ত করা সহজ হবে বলে জানিয়েছেন তদন্তসংশ্লিষ্টরা। রিমান্ডে থাকার অন্য আসামিরা যেসব তথ্য দিচ্ছেন তাও যাচাই করা হচ্ছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর