হাজীগঞ্জে মণ্ডপে হামলার ঘটনায় ১৭ জন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ১১:৩৭

গ্রেপ্তার-প্রতীকী ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে পূজামণ্ডপে ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আরও ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, সিসিটিভির ভিডিও দেখে নিশ্চিত হওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ওই ঘটনায় করা ১০টি মামলায় এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব মামলায় প্রায় ৫ হাজার জনকে আসামি করা হয়।

গত ১৩ অক্টোবর শারদীয় দুর্গোৎসবের অষ্টমীর দিন চাঁদপুরের হাজীগঞ্জে মণ্ডপে হামলা হয়। ওই রাতে উপজেলায় অন্তত ১৩টি পূজামণ্ডপে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোঁড়ে। কিন্তু হামলাকারীরা পুলিশের দিকে ইট নিক্ষেপ করতে শুরু করলে অন্তত ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর