কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার বিকেলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নিহত আজিজুল হকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে গতকাল রাত সাড়ে ১১ টার দিকে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া, অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন— দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আবদুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মদ আমিন (৪৮) ও মুজিবুর রহমান (২০)।
গত ২২ অক্টোবর ভোরে বালুখালীর ১৮ নং রোহিঙ্গা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষে ৬ রোহিঙ্গা নিহত হন।
আপনার মূল্যবান মতামত দিন: