রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে কথিত সাংবাদিকের বোন গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ০৫:৫৮

গ্রেপ্তার হওয়া নুসরাত শাহরিন রাকা-ছবি সংগৃহীত

ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচারের অভিযোগে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কথিত সাংবাদিক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল সোমবার মধ্যরাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‍্যাব-১ এর অভিযানে রাজধানীর উত্তরা থেকে নুসরাত শাহরিন রাকাকে গ্রেপ্তার করা হয়। এ সময় রাষ্ট্রবিরোধী কন্টেন্টসহ একটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও মাদক আইস উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি রাষ্ট্রবিরোধী অপপ্রচারকারী ও ষড়যন্ত্রকারী চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সম্পর্কে মিথ্যাচার, মানহানিকর ও উস্কানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত আছেন। এই চক্রের বেশ কয়েকজন সদস্যরা বিদেশে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন অপপ্রচারের সঙ্গে যুক্ত আছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর