রাজধানীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২০ সেপ্টেম্বর ২০২১, ০৬:৫১

হাবিবুর রহমান- ছবি এবিটি

রাজধানীর বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান (৩২) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিমে'র (এবিটি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।

এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও তার প্রকাশনা সংস্থা থেকে বিপুল পরিমাণে উগ্রপন্থী বই জব্দ করা হয়।

হাবিবুর রহমান বাংলাবাজার ইসলামী মার্কেটের আল রিহাব পাবলিকেশন্সের প্রকাশক ও সত্ত্বাধিকারী। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মোহনপুর নিজপাড়ার বাসিন্দা।

রোববার অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল শনিবার বিকালে বাংলাবাজার ইসলামী মার্কেট থেকে হাবিবুর রহমানকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে তিনি আল- রিহাব পাবলিকেশন্স থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আনসারুল্লাহ বাংলা টিম' এর প্রধান মুফতী জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থী লেখকের বই প্রকাশ, প্রকাশনা, 'আনসারুল্লাহ বাংলা টিম' এর সদস্যদের কাছে উগ্রপন্থী বই ও পুস্তিকা বিক্রি করে সরকার ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, গোপনে অনলাইন এবং অফলাইনে উগ্রবাদী বই বিক্রি ও উগ্রপন্থী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর