ফেনীর সোনাগাজীতে ধর্ষণ করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়েছেন হামিদুর রহমান আযাদ নামের এক শিবিরনেতা। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে সোমবার দুপুরে মামলা দায়ের করেছেন। পরে ধর্ষণচেষ্টা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার রাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে গণপিটুনির শিকার ওই যুবককে পুলিশে সোপর্দ করা হয়।
অভিযুক্ত আযাদ উপজেলার মজলিশপুর ইউনিয়নের চরবদরপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে এবং উপজেলা শিবিরের উত্তর শাখার সাবেক সভাপতি।
গতকাল রাতেই ওই কিশোরীর ভাইয়ের ফেসবুক আইডি থেকে শেয়ার করা একটি ছবিসহ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে ওই যুবককে রশি দিয়ে বেঁধে রাখতে দেখা যায়।
মামলার বাদী জানান, প্রাইভেট পড়ানোর সুবাদে আযাদের সঙ্গে তার পরিবারের সখ্যতা গড়ে ওঠে। এই সুযোগে বাদীর কিশোরী মেয়েকে প্রেম প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় আযাদ। বিষয়টি জানতে পেরে তাকে প্রাইভেট শিক্ষক না রাখায় ক্ষিপ্ত হন তিনি। রোববার রাতে আযাদ কৌশলে তার মেয়ের ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে রশি দিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে।
এদিকে আযাদকে 'নির্যাতনের' ছবি ছড়িয়ে তাকে হেয় করার অভিযোগে তার বাবা বেলায়েত হোসেন বাদী হয়ে ওই কিশোরীর ভাইয়ের নামে সোনাগাজী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ ওই বিশোরীর ভাইকে গ্রেপ্তার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি মামলা হয়েছে। ধর্ষণচেষ্টা মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: