নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে নয় দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মঙ্গলবার দিবাগত রাতে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
আটকরা হলেন, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫ নং ক্লাস্টারের মো. জুবায়ের (২২) ৬৪ নং ক্লাস্টারের রেদোয়ান (২০), মোহাম্মদ সালাম ( ৩১), ৭৭ নং ক্লাস্টারের আব্দুর রহমান (১৯), ৫১ নং ক্লাস্টারের সৈয়দ করিম (১৮), সাইফুল ইসলাম (২০), ২৬ নং ক্লাস্টারের শফিউল্লাহ (২২), ৬ নং ক্লাস্টারের নজিমুল্লাহ (৩৭) ও ৭৮ নং ক্লাস্টারের মোহম্মদ সালেহ(৪০)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে আটকদের বিদেশি নাগরিক আইনে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: