নাটোরে ভাগ্নেকে অপহরণের অভিযোগে মামা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ২৫ আগষ্ট ২০২১, ০০:৪৩

গ্রেপ্তার-প্রতীকী ছবি

নাটোরে টাকার লোভে আট বছর বয়সী ভাগ্নে আলহাজ্বকে অপহরণ করার অভিযোগে মামা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়া, অপহৃত শিশু আলহাজ্বকেও পুলিশ অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

মঙ্গলবার নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত কামরুল হাসানের (২৫) বাড়ি নাটোরের বড়াইগ্রামের বাগডোব এলাকায়।

পুলিশ সুপার জানান, কামরুল ২১ আগস্ট তার ভাগ্নে আলহাজ্বকে বাগডোব এলাকা থেকে অপহরণ করে তার বন্ধু বগুড়ার বাসিন্দা রুবেলের কাছে তুলে দিয়ে বাড়ি ফিরে আসে। পরে, কামরুল ও রুবেল অপহৃতের বাবা আক্তার প্রামানিকের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এদিকে, আলহাজ্ব অপহৃত হওয়ার পর তার বাবা আক্তার প্রামানিক বড়াইগ্রাম থানায় এজাহার করেন। এরপর, পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকা থেকে ২২ আগস্ট রাতে কামরুলকে আটক করে।

পরে, তার স্বীকারোক্তি অনুযায়ী রুবেলের স্ত্রী আকলিমাকে জিজ্ঞাসাবাদ করে এবং আকলিমার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় রুবেলের শ্বাশুড়ীর বাসা থেকে অপহৃত আলহাজ্বকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারের পর শিশু আলহাজ্বকে ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রুবেলকে দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর