বাসায় টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান, স্বাস্থ্যকর্মীকে শোকজ

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ২২:৫২

রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বাসায় বসে করোনার টিকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে-ছবি ফেসবুক

রাজশাহীর তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না বাসায় বসে করোনার টিকা নেওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। এদিকে চেয়ারম্যানকে টিকা দেওয়া সেই উপজেলা স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

কারণ দর্শানোর নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার।

জানিয়েছে, তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণির কর্মচারী মো. নিশান গতকাল দুপুরে উপজেলা পরিষদ চত্বরে লুৎফরের সরকারি বাসভবনে গিয়ে তাকে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজের টিকা দিয়ে আসেন। টিকা প্রয়োগের প্রশিক্ষণ নেই নিশানের। তার কাজ স্টোর থেকে কেন্দ্রে টিকা পৌঁছে দেওয়া। তবু তিনি এখতিয়ারের বাইরে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে টিকা দিয়েছেন।

গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপজেলা চেয়ারম্যানের টিকা নেওয়ার ছবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে কথা বলতে লুৎফর হায়দারকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সিভিল সার্জন বলেন, ওই স্বাস্থ্যকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাকে নোটিশের জবাব দিতে হবে। আইনত তিনি কোনোভাবেই উপজেলা চেয়ারম্যানকে তার বাসায় গিয়ে টিকা দিতে পারেন না। তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন। চেয়ারম্যানকে প্রশ্ন করার এখতিয়ার আমাদের নেই কিন্তু আমরা স্বাস্থ্যকর্মীকে প্রশ্ন করতে পারি। তাই আমরা জানতে চেয়েছি কেন তিনি এই কাজ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর