পদ্মা সেতুর পিলারে ধাক্কা: মাস্টার ও সুকানি বরখাস্ত  

সময় ট্রিবিউন | ১০ আগষ্ট ২০২১, ২৩:৫২

রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর-ফাইল ছবি

পদ্মা সেতুর পিলারে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কার কারণ হিসেবে ইংল্যান্ড মাস্টার অফিসার দেলোয়ারুল ইসলাম ও হুইল সুকানির আবুল কালাম আজাদের অদক্ষতাকে দায়ী করে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।

এদিকে এ ঘটনার কারণ খতিয়ে দেখতে বিআইডব্লিউটিসির কারিগরি বিভাগের পরিচালক মো. রাশেদুল ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ সরেজমিন প্রতিবেদন সংস্থার চেয়ারম্যানের কাছে জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার সংস্থার এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, ইংল্যান্ড মাস্টার অফিসার ও হুইল সুকানির বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।

ওই আদেশে বলা হয়েছে, ‘ভারপ্রাপ্ত মাস্টার অফিসার ও হুইল সুকানি দক্ষতার সঙ্গে ফেরিটি পরিচালনা করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। দায়িত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে তাঁদের ফেরিটি সাবধানতার সঙ্গে পরিচালনা করা উচিত ছিল। পদ্মা সেতুর নিচে এ ধরনের দুর্ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাঁদের এ রকম কার্যকলাপ অদক্ষতার পরিচয় বহন করে।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর