গতকাল বিকাল থেকে র্যাব ও পুলিশের সদস্যরা বনানীতে আলোচিত নায়িকা পরীমনির বাসার সামনে অবস্থান নেন। এরপর র্যাবের কয়েকজন সদস্য পরীমণির বাসায় যান। র্যাব পরিচয় দিলেও প্রথমে তিনি দরজা খুলেননি। কিছু সময় পর বাসার দরজা খুলে দেন নায়িকা। তখনও লাইভ চলছিল। বিকাল ৪টার কিছু আগে তার বাসভবনে যায় র্যাবের একটি দল। তাদের উপস্থিতি টের পেয়ে ফেসবুকে লাইভ শুরু করেন পরীমণি। দীর্ঘ প্রায় ৩২ মিনিট লাইভে ছিলেন তিনি।
লাইভের এক পর্যায়ে মোবাইল ফোনে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায় পরীমনিকে। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমাকে কেউ কিছু করে পার পাবে না, এত সোজা না। মরতে তো হবেই, নিয়ে মরবো।’ এরপর তিনি কলটি কেটে দেন। এরপর তাকে বলতে শোনা যায়, 'আমি মরবো আর দুনিয়া দেখবে না, সেটি কী করে হয়? আমি লাইভ কাটবো না। যতক্ষণ না থানা থেকে লোকজন আসে, মিডিয়া আসে ততোক্ষণ লাইভ চলবে। ভাই আপনারা আমার অবস্থা বুঝতে পারছেন। বনানী থানা এখানেই, অথচ কেউ আসছে না। আমার তো তাদের হেল্প লাগবে। আমি এই ভয়টাই পাচ্ছিলাম।'
পরীমণির বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি উদ্ধারের দাবি করেছে র্যাব। এছাড়া ক্রিস্টাল আইস এবং মদ জব্দ করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: