কেউ কিছু বলতে পারবে না, আমি সরকারি লোক

সময় ট্রিবিউন | ৩১ জুলাই ২০২১, ০৫:০৫

ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলশান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ সময় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হেলেনা বলেন, ‘আমি সরকারি লোক। আমার কোনো পদ এখনো হারাইনি। এখনো সে বিষয়ে কোনো নোটিশ পাইনি। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করি, কেউ যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে আমি প্রটেস্ট করি।

তিনি আরও বলেন, ‘আমি এখনো পদে বহাল রয়েছি। আমি ফেসবুকে কোনো ধরনের বাজে বক্তব্য করিনি। কেউ কিছু বলতে পারবে না। আমি সরকারি লোক।’

শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে রিমান্ড শুনানির সময় বিচারক হেলেনা জাহাঙ্গীরের কোনো কিছু বলার আছে কি-না জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হেলেনা জাহাঙ্গীরকে হাজির করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর