মশকরা করে রোহিঙ্গা বলায় মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যা

সময় ট্রিবিউন | ২৪ জুলাই ২০২১, ২৩:৫৯

নিহত মাইক্রোবাস চালক ইলিয়াস-ছবি সংগৃহীত

দিনাজপুরের হিলিতে মশকরা করে রোহিঙ্গা বলায় এক মাইক্রোবাস চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত মাইক্রোবাস চালকের নাম ইলিয়াস (৩৬)। তিনি উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত মহাসিন আলীর ছেলে।

গত বৃহস্পতিবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার মাইক্রোবাস স্ট্যান্ডে সংঘবদ্ধ কয়েকজন যুবক তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ জুলাই) তার মৃত্যু হয়।

হাকিমপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের লোকজন ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ইলিয়াস হিলি বন্দর এলাকায় মাইক্রোবাস চালায়। প্রতিদিনের মতোই ঈদের পরের দিন তিনি গ্রামের বাড়ি থেকে হিলিতে যাবার পথে পাশের গ্রামের (বৈগ্রাম) আক্তারুজ্জামানকে মশকরা করে রোহিঙ্গা বলে ডাকায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে মাইক্রোবাস স্ট্যান্ডে গিয়ে ইলিয়াসকে বেধড়ক পিটিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পরামর্শ দিলেও অর্থঅভাবে তাকে ঢাকায় নিতে পারেনি পরিবার। পরে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তার চিকিৎসা করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর