অস্ত্র ও কোটি টাকাসহ মেয়রের স্ত্রী আটক  

সময় ট্রিবিউন | ৭ জুলাই ২০২১, ২০:৪৪

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে উদ্ধার করা অস্ত্র, গুলি, নগদ টাকা ও মাদকদ্রব্য। ইনসেটে মেয়র মুক্তার আলী-ছবি: সংগৃহীত

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়িতে রাতভর অভিযান চালিয়ে একটি পিস্তল, তিনটি ওয়ান শুটার গান, ৪০ টির বেশি গুলি, মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এসময় মেয়র মুক্তার আলীকে না পেয়ে পুলিশ তাঁর মেয়রের স্ত্রী জেসমিন খাতুন, ভাতিজা সোহান ও শান্ত আটক করেছে।

এর আগে মেয়র এক কলেজশিক্ষকের বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে শিক্ষককে মারধর ও ভাঙচুর করেন। এই অভিযোগে গতকাল রাত ১২টার পর বাঘা থানায় মেয়রের বিরুদ্ধে মামলা হলে পুলিশ এই অভিযান চালায়।

গতকাল মঙ্গলবার রাতে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। বুধবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে মেয়র মুক্তার আলী কয়েকজন লোককে নিয়ে আড়ানী দক্ষিণ পাড়ায় কলেজশিক্ষক মনোয়ার হোসেন ওরফে মজনুর বাড়িতে যান। তাঁকে মারধর করেন। তাঁর ছেলে নাফিস সাদিক ও স্ত্রী দিলরুবা বেগম বাধা দিলে মেয়র ছেলেকে মারধর করেন। কলেজশিক্ষকের স্ত্রীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এরপর মনোয়ার হোসেনকে রাতেই বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাত ১২টার পর তিনি বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ার হোসেন আজ বুধবার সকালে বলেন, তিনি একজন পল্লিচিকিৎসক হিসেবে বাসার নিচতলায় চেম্বারে বসে রোগী দেখেন। সেখানেই মেয়র এসে হামলা চালান। তিনি বলেন, এক দিন শুধু মেয়রের কার্যালয়ে একটি কাগজ নিতে গিয়েছিলেন। এ ছাড়া মেয়রের সঙ্গে তাঁর কোনো দিন কথা হয়নি। গত পৌরসভা নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ভোট করেছিলেন। আর মেয়র স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এ কারণে তাঁর ওপর মেয়রের রাগ থাকতে পারে। এ ছাড়া তিনি অন্য কোনো কারণ খুঁজে পাচ্ছেন না।

তবে বিষয়ে মুক্তার আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, অভিযান চালানোর সময় মেয়র বাড়িতে ছিলেন না। মেয়র মুক্তারের বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ১৬ লাখ ও দেড় লাখ টাকার দুটি চেক, তাজা গুলি ৪৩টি, ব্যবহৃত গুলির খোসা ৪টি, ইয়াবা ২০টি, গাঁজা ১০ গ্রাম, হেরোইন ৭ গ্রাম উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর