কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত নারীসহ আটক-৫

কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধি | ১১ মে ২০২৩, ১০:৩৩

ছবি- সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের পারভীনের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩০), রিপন তালুকদার (৩৭), আ: সালাম হাওলাদার (৪০), আনোয়ার হোসেন (৩৫) ও কলি বেগম (১৯)। এদের মধ্যে আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর ও কলি বেগমের বাড়ি ভোলা জেলায়, বাকি তিনজনের বাড়ি কলাপাড়া উপজেলায় বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামের ওই বাড়িতে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে নারী এনে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলো। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আসামীদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকা অবস্থায় আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর