কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি ১০ লাখ পিস রেণু পোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক | ১৫ আগষ্ট ২০২২, ১২:৫৬

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কোটি ১০ লাখ পিস রেণুর পোনা জব্দ করেছে কোস্টগার্ড। 

রবিবার (১৪ আগষ্ট ) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, রবিবার (১৪ আগস্ট) আনুমানিক সকাল সকাল ৭ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয় এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর ব্রীজ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ টি ট্রাক থেকে আনুমানিক ৪ কোটি ১০ লাখ পিস চিংড়ির রেণু পোনাসহ ৫ জনকে আটক করা করা হয়। আটককৃত রেণুপোনার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি ২৫ লক্ষ টাকা।

তিনি আরো বলেন, পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার সালমা এর উপস্থিতিতে চিংড়ির রেণু পোনা বুড়িগঙ্গা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কর্তৃক মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

 

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর