ঢাকা -৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী মনিরুল ইসলাম ব্যক্তিগত সচিব (পিএস) দাবি করে চাঁদাবাজির সময় তারেক জামাল নামে একজনকে হাতেনাতে আটক করেছে পুলিশে দিয়েছে এলাকাবাসি।
এ বিষয়ে সোমবার রাতে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন এমপির পিএস মো: জিয়াউদ্দিন জিয়া।
জানা গেছে, প্রতারক তারেক জামাল এমপির পিএস মোঃ জিয়াউদ্দিন জিয়ার নকল ভিজিটিং কার্ড ব্যবহার করে এবং নিজেকে সংসদ কাজী মনিরুল ইসলাম মনুর পিএস জিয়াউদ্দিন জিয়া দাবি করে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ধরা পড়েন। পরবর্তীতে সেই প্রতারককে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপর্দ করা হয়।
এই ধরনের প্রতারক ও চাঁদাবাজদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার জন্য জোর অনুরোধ করা জানিয়েছেন কাজী মনিরুল ইসলাম মনু এমপি।
তিনি বলেন, তারেক জামালের মতো টাউট- বাটপারদের বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হয়েছে। আমার নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের নেতাকর্মী অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেন। অপরাধীদের কোনো ছাড় দেন না। আমি শেখ হাসিনার একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলছি ঢাকা -৫ নির্বাচনী এলাকায় কোনো অপকর্ম চলবে না। অপরাধের সাথে যারাই জড়িত থাকবে কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: