‘সব সময় আমার অস্ত্র গুলি ভর্তি থাকে, আমিও প্রস্তুত’

সময় ট্রিবিউন | ৬ ফেব্রুয়ারী ২০২২, ০৩:১৫

হ্যান্ড মাইক হাতে সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন। গত বৃহস্পতিবার এই সমাবেশ থেকে গুলি চালানোর হুমকি দেন তিনি-ছবি: ভিডিও থেকে নেওয়া

‘আমার দুটি অস্ত্রই থাকে এবং আমি নির্দেশ দিচ্ছি যে হবে হোক আগে কাজ সম্পাদন করে ফেলবে। তারপর পরের খেলা দেখা যাবে। সব সময় আমার অস্ত্র গুলি ভর্তি থাকে, আমিও প্রস্তুত।’

গত বৃহস্পতিবার কথাগুলো বলেছেন চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন।

হ্যান্ড মাইকে দেওয়া তাঁর এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

তবে এই ভিডিও এডিটিং করে করা হয়েছে বলে দাবি করেন খাগরিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আকতার হোসেন। যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁর দুটি অস্ত্র পুলিশ থানায় জমা নিয়েছে।

আগামী সোমবার সাতকানিয়ার এ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই হুমকি প্রসঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জসিম উদ্দিন বলেন, ‘প্রকাশ্যে সভায় নৌকার প্রার্থী যে ঘোষণা দিচ্ছেন, তা ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে। এই হুমকির বিরুদ্ধে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

আকতার হোসেন বলেন, ‘এ ধরনের কথা আমি বলিনি। এটা সত্য ঘটনা নয়। এডিট করে এই ভিডিও ছেড়েছে জসিমের লোকজন। এ ব্যাপারে আমি থানায় জিডি করে গতকাল আমার লাইসেন্স করা অস্ত্র জমা দিয়েছি।’

জানতে চাইলে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘এ রকম হুমকির ভিডিও দেখার পর থানায় অস্ত্র দুটি জমা নিয়েছি।’



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর