সীমান্তে ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০০:৫৬

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকার মজিবুর রহমান (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে হাত পা বেঁধে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে উপজেলার পাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও বাজারের ব্যবসায়ী মজিবুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি। বাড়ির লোকজন সকালে উঠে তাকে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে বাড়ির পাশেই (একশো গজের মধ্যে) একটি ধানক্ষেতে তার হাত পা বাঁধা আগুনে পোড়ানো লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহত মজিবুর রহমান বড় ভাই আতাউর রহমান বলেন, আমার ভাই গরু ব্যবসায়ী ছিলেন। তাকে কে বা কারা বাড়ির পশ্চিম পাশে একটি পুকুরে পাশে পুড়িয়ে হত্যা করেছে। তার হাত-পা জিআই তার দিয়ে বাঁধা অবস্থায় আছে।

কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ বলেন, মজিবুর রহমানকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা খড় দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি গরু ব্যবসায়ী ছিলেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। দায়ীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর