বিএনপির সমাবেশে দু'পক্ষের চেয়ার ছোড়াছুড়ি

সিলেট প্রতিনিধি | ১৯ ডিসেম্বর ২০২১, ১৩:০০

ছবিঃ সংগৃহীত

সিলেটে বিএনপির সমাবেশস্থলে দুই পক্ষের মধ্যে তুমুল উত্তেজনা, চেয়ার ছোড়াছুড়ি ও হাতাহাতি হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণসংগীত অনুষ্ঠান শুরুর আগে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় নেতাদের নাম ধরে স্লোগান দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীরা দর্শকসারির চেয়ার তুলে একপক্ষ অপরপক্ষের দিকে ছুড়তে থাকে। এ সময় বেশকিছু চেয়ার ভাঙচুর করেন বিক্ষুব্ধ কর্মীরা।

কয়েক মিনিট পর পরিস্থিতি শান্ত হয়। তবে এই সংঘাতময় পরিস্থিতির জন্য সরকারি দলের অনুপ্রবেশকারীদের দায়ী করেন বিএনপি নেতারা।

পরে তিনটার দিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানস্থলে গেলে কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর