নারায়ণগঞ্জে ট্রাকচাপায় বাবা-মেয়ের মৃত্যু

সময় ট্রিবিউন | ১১ ডিসেম্বর ২০২১, ১১:২১

মরদেহ-ফাইল ছবি

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ট্রাকচাপায় অটোরিকশা আরোহী বাবা ও মেয়ের প্রাণ গেছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের জেলা পরিষদের ডাক বাংলোর সামনে এ ঘটনা ঘটে.

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সম্ভুপুরা এলাকার আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন (৪৫) ও তার মেয়ে বেলী আক্তার (১৪)।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই জাহাঙ্গীর আলম বলেন, ব্যাটারি চালিত অটোরিকশায় করে আলতাফ ও তার মেয়ে বেলী সোনারগাঁয়ে এক বাড়িতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে চাষাঢ়াগামী ইটবোঝাই একটি ট্রাক তাদের অটোরিকশাটি চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ট্রাকের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) মর্গে পাঠায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর