করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ মোকাবিলায় বেনাপোল বন্দরে পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকরা বন্দরের বাইরে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে যশোর জেলা প্রশাসন।
রোববার বিকেলে বেনাপোল বন্দরে অনুষ্ঠিত মনিটরিং এন্ড কো-অর্ডিনেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের আয়োজনে এই সভা হয়।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বৈঠক কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো যথাক্রমে ভারতীয় ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করা, ভারতীয় ট্রাকচালকদের বাধ্যমূলক মাস্ক পরতে হবে ও বন্দরের বাইরে যেতে পারবেন না এবং যাত্রীদের বাধ্যতামূলক স্বাস্থ্য পরীক্ষা করতে হবে।'
এছাড়া, সভায় ওমিক্রন ভ্যারিয়েন্ট যাতে বিদেশ থেকে বাংলাদেশে প্রবেশ না করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক ও একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
আপনার মূল্যবান মতামত দিন: