বাস মালিক সমিতির সম্মেলন: আবারও নেতৃত্বে রাঙ্গাঁ ও এনায়েত

সময় ট্রিবিউন | ২৬ নভেম্বর ২০২১, ১৩:৫৮

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলনে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের দুই পাশে মশিউর রহমান রাঙ্গাঁ ও খন্দকার এনায়েত উল্যাহ-ছবি সংগৃহীত

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে মশিউর রহমান রাঙ্গাঁ এবং মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন। তারা আগের কমিটিতেও একই পদে ছিলেন।

বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে ১২১ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

এই কমিটি আগামী দু্ই বছর আগামী দুই বছর সমিতির নেতৃত্ব দেবে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিদায়ী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাদদানী খন্দকার জানান, কাউন্সিলে সারাদেশ থেকে প্রায় ৭০০ জন কাউন্সিল ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রংপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য রাঙ্গাঁ জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য। অন্যদিকে এনায়েত উল্যাহ আওয়ামী লীগের যুক্ত। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহসভাপতি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর