নওগাঁয় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ১০

নওগাঁ প্রতিনিধি | ১৮ নভেম্বর ২০২১, ১২:৩১

ছবিঃ সংগৃহীত

নওগাঁয় পরিবহন শ্রমিককে আটকের ঘটনায় সংঘর্ষে অন্তত ১০ আহত হয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় একটি পিকআপসহ বেশ কয়েকটি মোটরসাইকেলে ভাঙচুর করেছেন শ্রমিকরা।

পুলিশ ও শ্রমিকরা জানান, সকালে শাহিন পরিবহনের একটি বাস বালুডাঙা বাসস্ট্যান্ড থেকে ধামইরহাটের দিকে ছেড়ে যায়। বাসটি শহরের বিসিক শিল্প নগরীর সামনে দিয়ে যাওয়ার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখেন। পরে সকাল ১০টার দিকে রাজশাহীগামী মেঘ বালিকা বাস বিসিক শিল্প নগরী এলাকায় পৌঁছালে স্থানীয়রা ওই বাসে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এদিকে বিকেলে বাসচালক সোলেমানকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে আসার সময় শ্রমিকরা বাধা দেয়। পুলিশ তাদের ধাক্কা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ছোড়েন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় সুলেমান নামের এক বাসচালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর