বিজিবি ধাওয়ায় ১৮ কেজি গাঁজা উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাট | ১৪ নভেম্বর ২০২১, ০৭:৩২

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১২ নভেম্বর) উপজেলার পূর্বফুলমতি এলাকায় অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়।বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা শুক্রবার রাতে পূর্বফুলমতি এলাকায় একদল মাদককারবারিকে লক্ষ্য করে ধাওয়া দেয়। এসময় মাদককারবারিরা গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ১৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। যার আনুমানিক মূল্য ৬৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর