লিটারপ্রতি ডিজেলের দাম ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে বাস ও ট্রাক ধর্মঘট শুরু হয়। জ্বালানি তেলের দাম বাড়ায় সড়ক পরিবহণ খাতের পর এবার লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানিয়ে ধর্মঘট শুরু করেছেন লঞ্চ মালিকরা।
শুক্রবার (৫ নভেম্বর) শতভাগ ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে একদিনের সময় দেন লঞ্চ মালিকরা কোনো সিদ্ধান্ত না আসায় আজ ধমর্ঘটের ডাক দেন লঞ্চ তারা।
এ বিষয়ে লঞ্চ মালিকদের সংগঠন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ গণমাধ্যমকে জানান, ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে চিঠি দিলেও দাবি না মানায় লঞ্চ মালিকরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: