ময়মনসিংহের গফরগাঁওয়ে রোড রোলারের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার পাগলা থানা এলাকায় আহা আলীর টেক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পাগলা থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন-গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারন গ্রামের গহর ব্যাপারীর ছেলে কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।
এসআই আক্তার হোসেন জানান, গাজীপুরের শ্রীপুর থেকে পাঁচজন যাত্রী ব্যাটারিচালিত অটোরিকশায় করে পাগলা এলাকায় আসছিলেন। গফরগাঁও উপজেলার ত্রিমোহনী এলাকার আহা আলীর টেকে এলে সড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত রোড রোলার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে গুরুতর আহত দুজনকে উদ্ধার করে শ্রীপুর হাসপাতালে নেওয়ার পথে একজন ও বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি বলেন, রোড রোলারটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আপনার মূল্যবান মতামত দিন: