বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

রাজশাহী প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০৪:৩৯

ছবিঃ সংগৃহীত

রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিঠুন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে দুপুরের দিকে নগরীর দামকুড়া থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী নগরী সংলগ্ন পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারু মণ্ডলপাড়াসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত মো. মিঠুন ওই এলাকার মনজুর হোসেনের ছেলে। পেশায় কৃষক হলেও মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার হিসেবে কাজ করতেন। তিনি বিএসএফের গুলিতে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা এলাকাবাসীর।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠুনের মরদেহ পাওয়া যায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। তবে ওই যুবক বিএসএফের গুলিতে মারা গিয়েছেন কি না, এটা নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর