নোয়াখালীতে হামলার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

সময় ট্রিবিউন | ২৮ অক্টোবর ২০২১, ০৩:৪৭

ছবিঃ সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে পূজামণ্ডপসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও হামলার ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ২৬ মামলায় মোট ২০৪ জনকে গ্রেফতার করা হলো। 

মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাজীপুর গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে মো. আব্দুর রহিম (৭০), একই উপজেলার পশ্চিম একলাশপুর গ্রামের হারুনুর রশিদের ছেলে মো. খোরশেদ আলম রাসেল (২৭) ও হাতিয়া উপজেলার চর কৈলাশ গ্রামের মনির উদ্দিনের ছেলে সাহাবউদ্দিন (৪৫)।

এবিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে দুজন এবং এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর