কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

কেরানীগঞ্জ প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০৩:২৫

ছবিঃ সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। ওই হাজতির নাম কবির হোসেন (৪৬)।

বুধবার (২৭ অক্টোবর) সকালে কবির হোসেন অসুস্থ হয়ে পড়লে কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া। 

কবিরকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সিহাব হোসেন গণমাধ্যমকে বলেন, সকালে তিনি (হাজতি নম্বর-৩৯৪১১/২১) হঠাৎ অসুস্থ পড়েন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। আনার পর চিকিৎসক জানান, কবির মারা গেছেন।

তিনি আরও বলেন, কবিরের পিতার নাম তোতা মিয়া। কী মামলায় তিনি কারাগারে ছিলেন এ বিষয়ে জানান যায়নি।

মরদেহটি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী হাকিমের সামনে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর