সাম্প্রদায়িক সহিংসতা: কাল দেশব্যাপী গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ

সময় ট্রিবিউন | ২৩ অক্টোবর ২০২১, ০৬:৫৫

-ফাইল ছবি

সনাতন ধর্মাবলম্বীদের ওপর সহিংসতার প্রতিবাদে আগামীকাল শনিবার দেশব্যাপী গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ।

শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

বিবৃতিতে ঐক্য পরিষদ জানায়, সাম্প্রদায়িক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থ অর্থে দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধে জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সংগঠনটির উদ্যোগে আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এর মধ্যে রয়েছে প্রতি জেলা ও উপজেলায় গণ-অনশন, গণ-অবস্থান ও বিক্ষোভ মিছিল। ঢাকার শাহবাগ ও চট্টগ্রামের আন্দরকিল্লাসহ দেশের বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে গণ-অনশন কর্মসূচি চলবে।

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর পূজা উদ্‌যাপন পরিষদ।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর